#StayAtHome

মানুষ নিয়ে বিজ্ঞান PDF - ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া || বিজ্ঞান বই

নামঃ মানুষ নিয়ে বিজ্ঞান
লেখকঃ ড. মো. রশীদ ভূঁইয়া

বিশেষত্বঃ

মানবদেহে জিনের বৈশিষ্ট্য ও তার প্রভাব সম্পর্কে খুব সুন্দর-সংক্ষিপ্ত আলোচনা করা হয়েছে "মানুষ নিয়ে বিজ্ঞান" নামক এই বইটিতে। মানবদেহে যে জিনের প্রভাব ব্যাপক ও বিস্তৃত,  তা আপনি অনুধাবন করতে পারবেন এই বইটি পড়লে।

মানবদেহের বিজ্ঞান, বইমেলার সেরা বিজ্ঞান বিষয়ক বই, জীববিজ্ঞান বিষয়ক বই, জীববিজ্ঞান অলিম্পিয়াড
মানুষ নিয়ে বিজ্ঞান - ড. মো. রশীদ ভূঁইয়া


আমার ব্যক্তিগত অভিমতঃ

জিন সম্পর্কিত মোট ১৫টি বিষয়ের উপর আলোকপাত করা হয়েছে এটিতে। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে- স্বপ্ন, যমজ সন্তান, মানবদেহে খাদ্য উৎপাদন বিষয়ক টপিকগুলো।  এই বইটি পড়লে আপনি আপনার মনের গভীর থেকে উঠে আসা এমন কিছু প্রশ্নের জবাব পাবেন, যেগুলো সম্বন্ধে আপনি একবার না একবার হলেও ভেবেছেন কিন্তু উত্তর পাননি কোথাও।


তাই দেরি না করে বইটি ডাউনলোড করে নিন দ্রুত।Post a Comment

0 Comments